তাহলে ❝কামোওয়ালেওয়া❞ চাঁদেরই এক খন্ড?
দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে আবর্তনের হিসাব কষে দেখা গেল পাথরখণ্ডটি প্রায় এক শতাব্দী আগে থেকে পৃথিবীকে ‘নিয়মিত অনুসরণ’ করছে। আর আগামী কয়েক শতাব্দী ধরে তা চলবে।
দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে আবর্তনের হিসাব কষে দেখা গেল পাথরখণ্ডটি প্রায় এক শতাব্দী আগে থেকে পৃথিবীকে ‘নিয়মিত অনুসরণ’ করছে। আর আগামী কয়েক শতাব্দী ধরে তা চলবে।
এসএসসি জীববিজ্ঞানের সকল ক্লাস একসাথে। সম্পূর্ণ ফ্রি!!
Are you ready to send your name to mars!!
Smarter Teaching for All এর অর্থ হলো " স্মার্ট শিক্ষণ সবার জন্য "। আমরা " স্মার্টার টিচিং ফর অল " কাজ করি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীরা যাতে যেকোন জায়গায় থেকে, যেকোন সময়ে পড়ালেখা করতে পারে এই জন্য আমরা " স্মার্টার টিচিং ফর অল " কাজ করে যাচ্ছি। দেশের অনেক দরিদ্র শিক্ষার্থী শুধুমাত্র টাকার জন্য পড়ালেখা ছেড়ে দেয়। কিন্তু তাদের যথেষ্ট মেধা আছে। তারা যাতে পড়াশোনা ছেড়ে না দেয়, তাদের সুপ্ত মেধার যাতে বিকাশ ঘটাতে পারে সেজন্য আমরা " স্মার্টার টিচিং ফর অল " শিক্ষাকে বিনামূল্যে পৌঁছে দিচ্ছি তাদের মাঝে। এজন্য আমরা করাচ্ছি নিয়মিত একাডেমিক ক্লাস। তাও আবার সিলেবাস ভিত্তিক। যাতে তারা আমাদের কাছে পড়াশোনা করলেও স্কুলের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তবে মনে করোনা যে আমরা শুধু দরিদ্র শিক্ষার্থীদের জন্যই এই কাজ করছি। আমরা দেশের সব শিক্ষার্থীদের জন্য এ-ই কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে সহজলভ্য করা। এই জিনিসটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তাও আবার বিনামূল্যে।
পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে আমরা কারিগরি শিক্ষার দিকেও নজর রাখছি। আমাদের আছে আর্টস্ এন্ড ক্রাফট্ এর বিশেষ শাখা। যার মাধ্যমে আমরা তাদের বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানাতে শিখাবো।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে অনেক নতুন নতুন দক্ষতা অর্জন করতে হয়। আমরা বিভিন্ন ধরনের কোর্স প্রদানের মাধ্যমে তাদের সেই সব বিষয়ে দক্ষ করে তুলবো।
পরীক্ষা আর প্রতিযোগীতা এই দুটি জিনিস শিক্ষার্থীদের পড়ালেখা করতে বইয়ের সংস্পর্শে আসতে বাধ্য করে। তাই আমরা কয়েকদিন পরপর কুইজ নেবো। তাতে পুরষ্কারও দেবো। যা তাদের পড়াশোনা করতে বাধ্য করবে। আর ক্লাস ভিত্তিক পরীক্ষা তো থাকছেই।
আর এই সবকিছু আমরা করব অনলাইনে। আমাদের ইউটিউব চ্যানেলএবং ফেসবুক পেইজ এর মাধ্যমে। আর ওয়েবসাইট তো সাথে থাকছেই।
No comments