Every problem has a solution.

Every problem has a solution. 


Designed by Smarter Teaching for All

জীবনে সফলতা সবাই অর্জন করতে চায়। কিন্তু সেটা অর্জন করতে হলে দরকার কঠোর চেষ্টা। জীবনের প্রতিটি সিঁড়ি এক একটা বাঁধা, এক একটা problem, এক একটা experience। এই জীবনের লক্ষ্যে পৌঁছাতে হাজারো সিড়ি আমাদের অতিক্রম করতে হবে। 

ধর একটা ছেলে নীচ তলায় দাঁড়িয়ে আছে। তাকে একটা দু তলা বিল্ডিংয়ের ছাদে উঠতে হবে। প্রতি তলায় সিঁড়ি আছে ২২ টা। তাহলে ঐ বিল্ডিংয়ের ছাদে উঠতে হলে ওকে মোট ৪৪ টা সিঁড়ি অতিক্রম করতে হবে। প্রতি একটি সিঁড়ি উপরে উঠার পর ঐ ছেলের প্রতি পৃথিবীর যে আকর্ষন শক্তি তা বেড়ে যায়। যার কারনেই মূলত আমরা যখন উপরে উঠি তখন আমাদের কষ্ট হয়। আমরা যতটা উপরে উঠি পৃথিবীর অভিকর্ষজ বল আমাদের ততটা নিচে নামানোর চেষ্টা করে। 

আমাদের জীবনটাও ঠিক এইরকম। আমাদের স্বপ্নের সিঁড়ির যতটা সিঁড়ি আমরা উঠি আমাদের আসে পাশের মানুষগুলো আমাদের তার থেকে বেশি নীচে নামিয়ে দেয়। এই পিছুটানের কারনে সফলতাটা ওতটা দূর।  

এরও একটা সমাধান আছে। নিজের লক্ষ্যে নিজে অটল থাকা। তুমি যদি নিজের লক্ষ্যে নিজে অটল থাকতে পারো তাহলে. I think you definitely reach your goal. But you must wait for this.


 

ও আর ঐ সিঁড়িতে বিনা কষ্টে উপরে উঠার সমাধান হচ্ছে "চলন্ত সিঁড়ি" I mean Escalator.

তেমনি ভাবে movie দেখা, গান শোনা, game  খেলা এ সবকিছুর সমাধান হচ্ছে simple একটা মোবাইল।  


এভাবে পৃথিবীর সবকিছুর একটা সমাধান আছে। Just তোমার প্রতিভা দিয়ে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। আর তুমি যদি সেটা না পারো তাহলে হাল ছেড়ে দিও না। কারন পৃথিবীর সবকিছুর সমাধান আল্লাহ তায়ালা দিয়ে দিছে।

তো তোমরা সবাই ভালো থেকো। 

আল্লাহ হাফেজ। 


Writer:-


 Md. Tawhidul Islam 

Founder and CEO at 

Smarter Teaching for All 

No comments

Theme images by luoman. Powered by Blogger.